ভুয়া সনদে চাকরি, লালমনিরহাটে দুই শিক্ষক বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ১৮:১০

শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ জমা দিয়ে চাকরি করার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে লালমনিরহাট জেলা শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার গবাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছিলেন সহকারী শিক্ষক তহমিনা খানম ও জাহাঙ্গীর আলম। ভুয়া সনদ দিয়ে তারা এতোদিন চাকরি করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জাল সনদের সত্যতার প্রমাণ পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলাও আপিল) বিধি অনুযায়ী ওই দুই শিক্ষককে বুধবার সন্ধ্যায় বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত দুই শিক্ষকের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :