নাটোরে গণপিটুনির পর দুই ডাকাতকে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ১৮:১৭

নাটোরের সিংড়ায় দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তারা হলেন আব্দুল মান্নান (৩০) ও জিল্লুর রহমান (২৮)। দুজনই পুলিশের তালিকাভুক্ত ডাকাত বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তাদের চৌগ্রাম এলাকায় গণপিটুনি দেয়া হয়।

গ্রেপ্তার আব্দুল মান্নান চৌগ্রাম এলাকার আজহার আলীর ছেলে এবং জিল্লুর রহমান বড় চৌগ্রামের ইছাহক আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান ভোলা জানান, গ্রেপ্তার দুজনই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা ছিল। দুজনই পলাতক ছিল। বৃহস্পতিবার নিজ গ্রামে এলে এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা আছে। তবে তারা আদালত থেকে জামিন নিয়েছেন বলে ওসি শুনেছেন।

ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :