মির্জাপুরে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ১৮:৫১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চল বাশতৈল ইউনিয়নের তালতলা-বালিয়াজান রাস্তার দুই কিলোমিটার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর নির্মাণ ব্যয়

ধরা হয়েছে এক কোটি তিন লাখ টাকা।

বৃহস্পতিবার সকালে এ কাজের উদ্বোধন করেন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

এ উপলক্ষে সড়কের গাইরাবেতিল এলাকায় সভার আয়োজন করা হয়।

বাশতৈল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক বিএসসির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আলহাজ একাব্বর হোসেন এমপি, বাশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, বাশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল প্রমুখ।

বাশতৈল এলাকার বাসিন্দা জুবায়ের আহমেদ জানান, তালতলা-বালিয়াজান সড়কের এই দুই কিলোমটার রাস্তা পাকা করণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফিরোজ রেজা বলেন, বলেন এক কোটি তিন লাখ টাকা ব্যায়ে তালতলা-বালিয়াজান সড়কের দুই কিলোমিটার রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :