রাজবাড়িতে র‌্যাবের অভিযানে লাল পতাকা বাহিনীর প্রধান গ্রেপ্তার

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ২১:১১

রাজবাড়ি জেলার লাল পতাকা বাহিনীর প্রধানকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর সিপিসি-২ এর সদস্যরা। তার নাম ওমর ফারুক (৩১)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ওমর ফারুক সদর থানাধীন ৫নং বরাট ইউনিয়ন (৯নং ওয়ার্ড) এর নবগ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম

র‌্যাব জানায়, বুধবার রাতে সিপিসি-২ এর কমান্ডার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। পরে রাজবাড়ির নবগ্রামে তার বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি লাল পতাকা বাহিনীর প্রধান হিসেবে চিহ্নিত। সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তার নামে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ থানায় একাধিক হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিপিসি-২ এর কমান্ডার রইছ উদ্দিন ঢাকাটাইমসেক জানান, আটককৃত ব্যক্তিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :