জুয়ার আসর থেকে কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ আটক ৪
কুমিল্লায় জুয়ার আসর থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বশিরসহ চার নেতাকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকার মাছ বাজার সংলগ্ন একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত অপর তিনজন হলেন- চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. সহিদুজ্জামান সরকার, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ওই চার নেতাকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন