ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা শুরু

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ২১:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে তিন দিনব্যাপী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা শুরু হয়। বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৭’ শিরোনামে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।

মেলার তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ১৮টি মিনি প্যাভেলিয়নসহ ১৪০টি স্টল রয়েছে। মেলায় রয়েছে ১৩টি দেশের ৫০ জন বিদেশি অ্যাক্সিবিউটর।

বিমান বাংলাদেশের ট্যুর ডেভলপমেন্টের সহকারী ব্যবস্থাপক সাইফুদ্দিন ঢাকাটাইমসকে বলেন, আমরা ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকাসহ ছয়টি ক্যাটাগরির টিকিটে মেলা উপলক্ষে ২০ শতাংশ ছাড় দিচ্ছি।

প্রথমদিন ভালই দর্শনাথী এসেছে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

ঢাকাটাইমস/২০এপ্রিল/জেআর/এমআর