‘সমকামী বিয়ে’ উদযাপন, আটক ৫৩

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ২১:৫৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা প্রদেশে সমকামী বিয়ে উদযাপন করার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিবিসি জানায়, গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের আইনজীবীরা বলেছেন, অভিযুক্তদের অবৈধভাবে আটক করা হয়েছে। আদালত তাদের ৮ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছে।

মুসলিমপ্রধান দেশ নাইজেরিয়ায় সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ এই অপরাধে দোষী সাব্যস্ত হয় তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

চেদিয়া-জারিয়া আদালতে শুনানির সময় অভিযুক্তদের বিরুদ্ধে আনা ষড়যন্ত্র ও অসামাজিক কর্মকাণ্ডে একত্রিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন তারা।

আসামি পক্ষের আইনজীবী ইউনুসা উমর জানান, আটককৃত ব্যক্তিরা অধিকাংশই শিক্ষার্থী। তাদেরকে অন্যায়ভাবে ২৪ ঘন্টার বেশি সময় আটকে রাখা হয়েছে।

নাইজেরিয়ার লাগোস শহরের সমকামীদের অধিকার আন্দোলনের কর্মী স্টিফেন হেগার্টি বিবিসিকে জানান, অভিযুক্তদের বিয়ের উৎসব নয়, জন্মদিনের অনুষ্ঠান থেকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসআই)