খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের ‘ফাস্ট এইড বক্স’ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ২৩:১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সার্কেল, থানা ও পুলিশ ফাঁড়িতে ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান এসব বিতরণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। ফাস্ট এইড বক্স শুধুমাত্র পুলিশের জন্য নয়। জনগণ যদি দুর্ঘটনার শিকার হন তখন ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে পুলিশের। ফাস্ট এইড বক্সের ব্যবহার সর্ম্পকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি আব্দুল কাদের, রামগড় সার্কেল এএসপি ফরহাদ প্রমুখ।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :