বাংলাদেশে নিখোঁজ নাগরিকের সন্ধান চায় ফ্রান্স

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ২৩:৫৫ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ০০:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
আর্থার হোয়ার আর ইউ পোস্ট থেকে নেয়া ছবি।

বাংলাদেশে প্রায় ১৭ সপ্তাহ ধরে নিখোঁজ ফ্রান্সের এক নাগরিকের সন্ধান চেয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। তার নাম আর্থার অ্যাঞ্জি (২৯)।

বৃহস্পতিবার আর্থারের সন্ধান চেয়ে দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে ১১ জানুয়ারি শেষবার আর্থার অ্যাঞ্জিকে ঢাকায় দেখা গেছে।

আর্থার অ্যাঞ্জির ছবি প্রকাশ করে তাঁর বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে জানাতে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আর্থার সাধারণত হেঁটে বা অন্যের গাড়িতে করে ঘুরে বেড়াতেন।’

তিনি উচ্চতায় ছয় ফুট লম্বা। চোখের রঙ বাদামী। আর চুল লাল সোনালী রঙের।

এদিকে গত ৯ এপ্রিল আর্থার হোয়ার আর ইউ একটি পেজে আর্থারকে নিয়ে পোস্ট দেয়া হয়। সেখানে তার নিখোঁজের কথা লেখা হয় ২৬ জানুয়ারি। পোস্টটি প্রায় ৩৮০০ বার শেয়ার হয়েছে। তার খোঁজ চেয়ে করা আবেদনে কমেন্ট করছেন সবাই। শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন। 

(ঢাকাটাইমস/২০এপ্রিল/বিজ্ঞপ্তি/ ইএস)