বাহরাইনে হাজারো বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবনযাপন

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ০৯:১০

স্বপন মজুমদার, বাহরাইন

লাখ লাখ টাকা খরচ করে বৈধভাবে বাহরাইনে আসার পর (চুক্তির মেয়াদ থাকা অবস্থায়) ভিসা বাতিল করায় মানবেতর জীবনযাপন করছেন হাজারো বাংলাদেশি শ্রমিক।

মধ্যপ্রাচ্যের এক হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র বাহরাইন। বর্তমানে দেশটিতে চলছে অর্থনৈতিক মন্দা।
বড় বড় কোম্পানিগুলোতে কাজ না থাকায় কর্তৃপক্ষ ভিসা বাতিল করে শ্রমিকদের দেশে পাঠিয়ে দিচ্ছে। ভিসা বাতিলের খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাচ্ছে বাংলাদেশি হাজারও শ্রমিক।

আক্কাস নামে এক গাজীপুরের প্রবাসী জানান, ‘দেশে ফসলের জমি বন্ধক এবং সুদে টাকা নিয়ে বাহরাইন এসেছি। ভিসার মেয়াদ দুই বছর।এক বছর না যেতেই কোম্পানি ভিসা বাতিল করছে। দেশে গিয়ে আমি কিভাবে ঋণ শোধ করব। আমার মতো হাজারও বাংলাদেশি শ্রমিক অবৈধ হয়ে কাজের সন্ধানে হণ্যে হয়ে ঘুরছে। এরা খোলা আকাশ ও লুকিয়ে মসজিদের বারান্দায় রাত কাটায়। অনেক শ্রমিক পেটের দায়ে ভিক্ষা করছে।’

নারায়ণগঞ্জ জেলার প্রবাসী চান মিয়া জানান, ‘পরিবারের অভাব দূর করতে প্রবাসীকল্যাণ ও ব্র্যাক থেকে লোন নিয়ে আসি বাহরাইনে। তিন লাখ ২৫ হাজার টাকা দালালের হাতে দিয়ে বাহরাইন আসি। আসার একবছরের মাথায় আমার ভিসা বাতিল করে দেয়, এরপর কোম্পানি থেকে পালিয়ে আজ আমি অবৈধ।’

এ ব্যাপারে রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান জানান, ‘যেসব প্রবাসী বৈধভাবে বাহরাইনে আসার পর (চুক্তির মেয়াদ থাকা অবস্থায়) কোম্পানি ভিসা বাতিল করেছে, কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়েছে- সেই শ্রমিকদের সব অভিযোগ আমরা একটি ডাটাবেজে লিপিবদ্ধ করে রাখছি। তারা কার মাধ্যমে কিভাবে বাহরাইন এসেছে ইত্যাদি তথ্য মোবাইল নম্বরসহ অভিযোগে লিপিবদ্ধ করার ব্যবস্থা নিয়েছি। যাতে করে কোন বড় প্রতিষ্ঠানে সুযোগ পেলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।’

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)