দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল মা-মেয়ে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ০৯:৩৭ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ০৯:৫৮

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম ও তার মেয়ে সুমি। তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ রশিদা বেগম জানান, রাতে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। ফেরার পথে পেছন থেকে কে বা কারা তাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে আসে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দায়িত্বরত চিকিৎসক ডা. সজিব কুমার ঢাকাটাইমসকে জানান, এসিডে মা রশিদা বেগমের শরীরের ১০ ভাগ ও মেয়ে সুমীর ৪ ভাগ ঝলসে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েস ঢাকাটাইমসকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মা-মেয়ের উপর এডিস নিক্ষেপ করতে পারে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)