মির্জা ফখরুল ‘অথর্ব ম্যানেজার’: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৬:০১ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ১৩:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘অথর্ব ম্যানেজার’ বলে কটাক্ষ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘তারা ক্ষমতায় থাকতে দেশের উন্নয়নে অদক্ষতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এখন মির্জা ফখরুল সাহেব সরকারের খুঁত ধরতে ব্যস্ত।’

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ।

সম্প্রতি ভুটান সফরে গিয়ে অটিজম বিষয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনায় মির্জা ফখরুল এর সমালোচনা করেন। তিনি বলেন, দেশের মানুষকে পঙ্গু করে রেখে প্রধানমন্ত্রী এখন বিদেশে গিয়ে প্রতিবন্ধীদের সম্মেলনে অংশ নিয়েছেন।

বিএনপি মহাসচিবের এমন সমালোচনার জবাবে হানিফ বলেন, ‘অটিজম শিশুদের অনেকই মেধাবী, তাদের জন্য উদ্যোগ নেয়া হলে তারা সমাজের জন্য অবদান রাখতে পারবেন। এ জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল যে দায়িত্ব নিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এ নিয়ে বিএনপির এখন গাত্রদাহ।’

হানিফ বলেন, ‘বিএনপি বিভিন্ন সময়ে অসংলগ্ন, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে জনগণের কাছে মানসিকভাবে প্রতিবন্ধী ও বিকারগস্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’

বিএনপিকে আগামী নির্বাচনে আনতে ক্ষমতাসীন দলকে উদ্যোগ নিতে মির্জা ফখরুলের আহ্বানেরও জবাব দেন হানিফ। বৃহস্পতিবার এই আহ্বান জানিয়েছিলেন ফখরুল।

বিএনপির মহাসচিবের এই আহ্বানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হানিফ বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশ নেয়া এবং না নেয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। এই সিদ্ধান্ত নেয়া বিএনপির বিষয়।’

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায়। বিএনপি সেই দাবি থেকে দৃশ্যত সরে আসলেও অন্য নামে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে যাচ্ছে।

হানিফ বলেন ‘আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি যদি মনে করেন নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের রায় পরীক্ষা করতে চান, তা তারা করতে পারেন। তবে আমরা আশাকরি সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে।’

ঢাকাটাইমস/২১এপ্রিল/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :