হাওরবাসী সরকারের উদ্যোগে সন্তুষ্ট: আ.লীগ

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৪:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ২২:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অকাল বন্যায় সিলেটের তিন জেলা এবং কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়ায় হাওর এলাকার ফসলের প্রায় সবই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সরকার ও আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দাবি করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, হাওরের মানুষ এই উদ্যোগে সন্তুষ্ট।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ। গত বৃহস্পতিবার দুর্গত হাওর এলাকা ঘুরে এসে নিজের অভিজ্ঞতা জানাতেই এই সংবাদ সম্মেলন করেন তিনি।

হানিফ বলেন, ‘আমরা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণার দুর্গত অঞ্চল ঘুরে এসেছি। সেখানে পাহাড়ি ঢলে প্রায় ৮০ ভাগ ফসল নষ্ট হয়ে গেছে। আমরা দুর্গত এলাকায় সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছি। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া চলছে। আগামী সাত দিন যাতে হাওর অঞ্চলে মাছ ধরা না হয় হাওর অঞ্চলের মানুষকে সেই আহ্বান জানিয়েছি।’

দুর্গত এলাকার মানুষদের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সহায়তা অহ্বান রাখা হবে জানিয়ে হানিফ বলেন, ‘দুর্গত এলাকায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছি আপাতত ঋণের সপ্তাহিক কিস্তি না নিতে।’

হাওরের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি সরকার-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে হানিফ বলেন, ‘পানি বন্দিদের সহায়তার বদলে তারা দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি করছে। এটা দূভার্গজনক, লজ্জাকর।’ তিনি বলেন, ‘দুর্গত এলাকাগুতে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা সরকারের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘হাওর অঞ্চলে নির্মাণাধীন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। ওই বাঁধে দুর্নীতি হয়েছে বলে আমরা শুনেছি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ ওই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘অনিয়মে কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহর লাইলী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আব্দুস সবুর, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, রেমন্ড আরেং প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১এপ্রিল/টিএ/ডব্লিউবি