শুধু ঈদের নাটকেই কেন ভাবনা?

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৪:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ১৫:১৯

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস

এই সময়ের টিভি নাটকের প্রতিভাবান অভিনয় শিল্পীদের মধ্যে আশনা হাবীব ভাবনা অন্যতম। অনেক জনপ্রিয় মুখ হলেও সারা বছর তিনি নাটকে অভিনয় করেন না। সম্প্রতি অভিনয় করেছেন অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে। এমনিতেই অভিনয় খুব কম করেন আর ছবিতে অভিনয়ের কারণে টানা দুই বছর তিনি টিভিতে চেহারা দেখাননি। অনেক অভিনেতা-অভিনেত্রীই ছবিতে অভিনয় করলেও পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। তাহলে জনপ্রিয়তা থাকা সত্বেও ভাবনাকে কেন টিভিতে কম দেখা যায় জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে জানান একদমই ভিন্ন কথা।

ঢাকাটাইমসকে ভাবনা বলেন, ‘ভাল কাজ তো রেগুলার হয় না। সিরিয়ালে কাজ করলে হয়তো আর্থিকভাবে লাভবান হবো। তবে অভিনয় থেকে পিছিয়ে যাবো। তাই সিরিয়ালে আমি অভিনয় করছি না চার বছর ধরে। একজন অভিনেত্রীর চাওয়া কি থাকতে পারে, একটি ভাল স্ক্রিপ্ট, ভালো গল্প ও ভাল একজন পরিচালক। কিন্তু এগুলোর সমন্বয় সবসময় পাওয়া যায় না। শুধু ঈদের সময়ই সবাই একটি ভাল কাজ দর্শককে উপহার দিতে চায়, কাজের প্রতি সিরিয়াস থাকে। তাই ঈদের প্রকল্পগুলো আমি কাজ করি।’

তিনি আরো বলেন, ‘এমন কোন অভিনেত্রী এখন পাওয়া যাবে না। যে কোনো সিনেমায় অভিনয়ের কারণে দুই বছর নাটকে অভিনয় করবেন না। অথচ আমি ভয়ঙ্কর সুন্দরে কাজ করে টানা দুই বছর কোন নাটকে কাজ করিনি। এটা শুধু চলচ্চিত্রের স্বার্থের জন্যই।’

আশনা হাবীব ভাবনা বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়ালে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন অনেক আগেই। অল্প সময়েই নিজের মেধা ও প্রতিভায় অনন্য এই অভিনেত্রী জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে পরিচয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। তার বাবা একজন মঞ্চ অভিনেতা ও নির্মাতা। সে সুবাদে ছোটবেলায় ক্যামেরার সঙ্গে সখ্য গড়ে ওঠে ভাবনার। মাত্র দুই বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান তিনি। ২০০৮ সালে ‘নট আউট’ নাটকের মাধ্যমে ভাবনার মিডিয়ায় অভিষেক ঘটে।

এবারে ঈদের জন্য ভাবনা বেশ কয়েকটি খন্ড নাটকে অভিনয় করছেন। ঈদের নাটক নিয়ে ভাবনা বলেন, ‘ঈদের জন্য অনিমেষ আইচের ‘বিষফুল’ নামক একটি নাটকে অভিনয় করলাম। জেরসিস আহমেদের টুইঙ্কেল টুইঙ্কেলে অভিনয় করেছি। পরশু থেকে ডেট রয়েছে এস কে কমলের ‘জ্বর’ ও সাগর আহমেদের ‘লাইফ ইন এ মেট্রো’ নাটকের জন্য। গতবার অনিমেষের ‘বুবুনের বাসর রাত’ এ অভিনয় করেছিলাম। সেটির সিক্যূয়েল হবে এবার ‘বুবুনের হানিমুন’ নামে, সেটিতেও অভিনয় করবো। এগুলো ছাড়াও রওনক হাসানের একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। এগুলো সবই ঈদে প্রচার হবে।’

ভাবনার ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’। এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দর্শক হৃদয়ে ছবিটি নিয়ে ব্যাপক কৌতুহল রয়েছে। খুব শিগগিরই চলচ্চিত্রটি মুক্তি পাবে। এতে ভাবনা নয়নতারা নামক একটি চরিত্রে অভিনয় করেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমইউ/এজেড)