পাবনায় সাপের খেলায় মুগ্ধ দর্শক

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ১৫:১৯

পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে বৈশাখী মেলা। স্থানীয় পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয় দিনভর বৈশাখী মেলা।

শুক্রবার সকালে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

সাপের খেলা, বানরের নাচ আর লাঠিয়ালদের নৈপুন্য দেখে মুগ্ধ হয় দর্শক। রকম রকম পসরা সাজিয়ে বসেছিল দোকানিরা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আমেজে মানুষের মাঝে ছিল যেন আলাদা এক প্রাণের সঞ্চার। পাশাপাশি ছিল পুলিশ বাদক দলের দৃষ্টিনন্দন ও দর্শকমুগ্ধ বাজনার তাল। শহরের বিভিন্ন শ্রেণির সুধীজন অংশ নেন মেলা চত্বরে।

এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামিমা আক্তার, এনডিসি মোস্তফা জাভেদ কায়সার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :