গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দশজন।
শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তৌহিদ মোল্লা ওই গ্রামের হাসেম মোল্লার ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে ঠান্ডা মোল্লার ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন