বরগুনায় বাসচাপায় কোস্টগার্ডের তিন সদস্য নিহত

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৬:৪৮ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ১৬:১৫

বরগুনার আমতলীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কোস্টগার্ডের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন মো. ফুয়াদ হোসেন, মো. আবু সাদেক ও মো. এনামুল হক।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নৌ-বাহিনী থেকে প্রেষণে কোস্টগার্ডে পটুয়াখালীতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছিলেন কোস্টগার্ডের ওই তিন সদস্য। আমতলীর বান্দ্রা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা আল্লাহর দান নামে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদ হোসেন ও মো. আবু সাদেককে মৃত. ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত মো. এনামুল হক মারা যান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর বাসে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এমআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :