কাউকে ডেকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়: কাদের

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৬:৪৪ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ১৮:০০

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা তাদের সাংবিধানিক দায়িত্ব। কাউকে ডেকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না।

শুক্রবার দুপুরে নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নোয়াখালীর নেয়াজপুরে ভুলূয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএলএফ এর ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বার এসোসিয়েসনের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মমিন উল্লাহ'র কবরে ফাতেহা পাঠ করেন কাদের।

গতকাল ঢাকায় এক আলোচনা সভায় বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে নেয়ার চেষ্টা করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পর পর দুবার জাতীয় নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হয়ে যায়। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করবে।’

নেতাকর্মীদের সংগঠনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সে তালিকা জমা দেয়া হবে। আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা তাদের অবস্থান বুঝতে পারবেন।’

এসময় নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কলেজ অধ্যক্ষ আবু জাফর মো. হারুন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/জেবি)