কালকিনিতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- খোকা শিকদার ও এলাহী হাওলাদার।
শুক্রবার ভোরে কালকিনি উপজেলার মোল্লারহাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ জানায়, মামলার পর থেকে খোকা শিকদার ও এলাহী হাওলাদার পলাতক ছিল। ঢাকা থেকে লঞ্চ যোগে নিজ এলাকা কালকিনিতে আসছিল তারা। খবর পেয়ে কালকিনি উপজেলার মোল্লারহাট এলাকায় লঞ্চটি থামালে সেখানে অভিযান চালায় র্যাবের টিম। পরে আলাদা দুটি কেবিন থেকে খোকা শিকদার ও এলাহী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গত ১২ মার্চ কালকিনির রমজানপুর এলাকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি ভবনে আটকে রেখে রাতভর ধর্ষণ করে খোকা শিকদারসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১৬ মার্চ কালকিনি থানায় ওই স্কুলছাত্রীর বাবা চারজনকে আসামি করে একটি মামলা করেন।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন