রেল লাইনে স্লিপার বাঁকা, সেতু বেদখল

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৮:০৬

মনোনেশ দাস, ময়মনসিংহ

ময়মনসিংহে রেল জংশন সংলগ্ন শহরের নতুন বাজার রেল ক্রসিং এলাকায় ফেসিং ও ট্রেনিং জয়েন্ট পয়েন্টের লাইনের স্লিপার বেঁকে গেছে। সেখানে নতুন সেতু নির্মাণের সাথে সাথেই রাস্তা বেদখল হয়ে যাচ্ছে। জোড়াতালি স্লিপার আর সেতুর রাস্তা বেদখলের কারণে নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় চলাচল ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, জংশন সংলগ্ন নতুন বাজার এলাকায় রেলের ফেসিং ও ট্রেনিং পয়েন্টের স্থানসমূহে অনেক স্লিপার আঁকা-বাঁকা। সেখানে অনেকটিতেই নেই ক্লিপ ও নাট-বল্টু। যা রাতের আঁধারে খুলে নিয়ে গেছে চোর। অনেক জায়গায় বহুদিনের পুরাতন নাট-বল্টু রোদ বৃষ্টিতে থেকে থেকে তার কার্যক্ষমতা হারিয়ে শুধুই চিহ্নের জানান দিচ্ছে।

সম্প্রতি লাইনের উপর স্থাপন করা হয়েছে নতুন সেতু। সেই সেতুর রাস্তাটি দিন দিন বেদখল করা হচ্ছে। সেখানে বসে দোকান পাট।

রেল বিভাগ বলছে, এই রাস্তাটি সোজাসোজি হয়ে আরো বহুদূর এগুবে। এভাবে বেদখল করে রাখায় নির্মাণ কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

তারা বলছে, রেললাইনে পাশে বেদখল তো দূরে থাক- এখানে সর্বসাধারণের হাঁটাচলা বা অবস্থানও আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কিন্তু সে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রেললাইন ঘিরে বাজার, প্লাটফরমের উপর দিয়ে অবাধে যানবাহন ও লোক চলাচলের প্রবণতা যেন নিয়মে পরিণত হয়েছে।

বেদখল করে দোকান-পাট গড়ে ওঠায় এ আইন ভুলতে বসেছে সাধারণ মানুষ। ফলে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে অহরহ।

সচেতন মহল এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে রেল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

ময়মনসিংহ রেল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সিরাজ জিন্নাহ জানান, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/ব্যুরো প্রধান/এলএ)