রাবিতে ‘জঙ্গি’ সন্দেহে আটকদের দু’জন কারাগারে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৯:২৬

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জঙ্গিবাদের প্রচার প্রচারণার অভিযোগে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর দুই জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান ‘আটকদের মধ্যে নাশকতা মামলায় মার্কেটিং বিভাগের জুবায়ের হোসেনকে ও প্রাণরসায়ন অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাকসুদুল হককে মেট্রোপলিটন আইন ৮১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।’ 
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌফিক সানিকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘জঙ্গি’ সন্দেহে গত বৃহস্পতিবার বিকেলে ঐ তিন শিক্ষার্থীকে আটক করে মতিহার থানা পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/ইএস)