লক্ষ্মীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ২০:৩৬ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ২০:৩৩

লক্ষ্মীপুরে সদর উপজেলা ও রামগতি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে জেলার রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া জনতা বাজার ও সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া জনতা বাজার এলাকার বাসিন্দা আহাম্মদ উল্যাহ (৬৫) ও উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে রিয়াদ হোসেন (১৮)।

রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার বাসিন্দা মো. তছলিম জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় বৃদ্ধ আহাম্মদ উল্যাহ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি শুরুর একপর্যায়ে হঠাৎ বজ্রপাত ঘটলে রিয়াদ গুরুতর আহত হয়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে স্থানীয়রা জানান।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :