লাকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ২০:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের ব্যান্ড সংগীতের পুরোধা শিল্পী ও সুরকার লাকী আখান্দের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

লাকী আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে তার আরমানীটোলার বাসায় ইন্তেকাল করেন।  তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ব্যাংককে প্রায় ছয় মাস চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন তিনি সুস্থ ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি বরেণ্য এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউর সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি করা হয়। গত ৭ এপ্রিল চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান তিনি।

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নেয়ার সময় লাকীকে পাঁচ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই অনুদানটুকু ছাড়া আর কারো সাহায্য নেননি লাকী।

লাকী আখান্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে  ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া,  ‘লিখতে পারি না কোনও গান’ প্রভৃতি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/মোআ)