গ্রাহকদের গাছের চারা উপহার দিল বাংলালিংক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৫:৪১

দেশের টেলিকম অপারেটর বাংলালিংক আজ সারা দেলের বাংলালিংক স্টোরে গ্রাহকদের সাথে নিয়ে ‘ধরিত্রী দিবস’ পালন করেছে। এই উদ্যোগটি বাংলালিংকের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলালিংক স্টোরে আগত গ্রাহকদের গাছের চারা উপহার দেওয়া হয়। পাশাপাশি তাদের পরিবেশ সংরক্ষণ উদ্ধুদ্ধ করা হয়।

বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনের বাংলালিংক স্টোরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল কাজী সারওয়ার ইমতিয়াজ হাসমি, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রাহমানসহ বাংলালিংকের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং গ্রাহকগণ।

বাংলালিংক পরিবেশ সংরক্ষণগত কার্যক্রমে সব সময় উৎসাহ এবং সহায়তা দিয়ে আসছে। বাংলালিংক সব সময় পরিবেশবান্ধব নীতি বজায় রাখে, যা প্রতিষ্ঠানটিকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার-এর সম্মানজনক ‘গ্রীন অফিস’ স্বীকৃতি পেতে সহায়তা করেছে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রাহমান বলেন, ‘ধরিত্রী দিবস উপলক্ষে আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। এজন্য আমরা আনন্দিত।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :