আজও দর্শক মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৬:৪০ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৬:৩০

টানা চার ম্যাচে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটিতে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

আজকের ম্যাচে হায়দ্রাবাদের একাদশে থাকা চার বিদেশি খেলোয়াড় হচ্ছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ময়জেস হেনরিকস ও রশীদ খান। তবে, অসুস্থতার কারণে আজ হায়দ্রাবাদের একাদশে নেই যুবরাজ সিং। তার জায়গায় খেলছেন বিপুল শর্মা।

গত ১১ এপ্রিল আইপিএল খেলতে ভারত যান টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আর ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামেন তিনি। ওই ম্যাচে মোস্তাফিজ ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ওই ম্যাচের পর মোস্তাফিজুর রহমানকে আর একাদশে রাখেনি সানরাইজার্স হায়দ্রাবাদ।

এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ময়জেস হেনরিকস, দীপক হুদা, নম্যান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশীদ খান, মোহাম্মদ সিরাজ, সিদ্ধার্থ্য কাউল।

রাইজিং পুনে সুপারজায়ান্টস একাদশ: অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বেন স্টোকস, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, মনোজ তিওয়ারি, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, ইমরান তাহির।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :