ফরিদপুরের ইয়াবাসহ আটক ১
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকার একটি চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক জাফর আলমের বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর এলাকায়।
ফরিদপুর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শিবরামপুর এলাকার পুলিশ চেকপোস্টে ঢাকা থেকে আসা একটি বাসে তল্লাশি করার সময় বাসের ভেতর থেকে জাফর আলম নামে একজনকে সন্দেহ হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছে থাকা নয়শ পিছ ইয়াবা ও এক লাখ ৮৫ হাজার ৬০০ টাকাসহ তাকে আটক করা হয়।
তিনি জানান, তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন