২৭ এপ্রিল পাঁচ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৬:৫১

সদ্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের সম্মতি নিতে চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলোÑব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক,আর্থিক খাতের শেয়ার ইউনাইটেড ফাইন্যান্স এবং বহুজাতিক কোম্পানির শেয়ার লিনডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক: আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় হোটেল ব্র্যাক-সিডিএম, সাভারে ব্র্যাক ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক বোনাস ঘোষণা করেছে।

পূবালী ব্যাংক: আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পূবালী ব্যাংক অডিটোরিয়াম, হেডঅফিস, ২৬ দিলকুশা, ঢাকায় পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক বোনাস ঘোষণা করেছে।

ইস্টার্ণ ব্যাংক : আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকায় ইস্টার্ণ ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ইউনাইটেড ফাইন্যান্স : আগামী ২৭ এপ্রিল সকাল ১১টায় হোটেল ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় আর্থিক খাতের শেয়ার ইউনাইটেড ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

লিনডে বাংলাদেশ লিমিটেড: আগামী ২৭ এপ্রিল সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন এয়ারপোর্ট রোড, বীরশ্রেষ্ট শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকায় লিনডে বাংলাদেশ লিমিটেড-এর এজিএম অনুষ্ঠিত হবে। এ বছর কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১১০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ও ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/ইউএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :