‘জনগণের প্রতি আস্থা না থাকলে রাজনীতি করেন কেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:৩২ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৭:২৫
ফাইল ছবি

জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় বসবে জানিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্বাচন সুষ্ঠু হবে নিশ্চয়তা দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি নিয়ে শোরগোল না করারও পরামর্শ জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে এ মন্তব্য করেন নাসিম।

জনগণের প্রতি আস্থা রাখতে বিএনপিকে পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি আস্থা না রাখে তাহলে সে দোষ তো আমাদের নয়।’

বিএনপির দাবি মেনে ‘সহায়ক সরকার’ নয়, সংবিধান বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়ে দেন নাসিম।

বিএনপির দাবি প্রত্যাখ্যান করে নাসিম বলেন, সংবিধানে সহায়ক সরকারের কোন বিধান নেই। আর সংবিধান ছাড়া দেশ চলতে পারে না। যারা সংবিধান মানেন না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা এদেশের নাগরিক নয়।’

নির্বাচন কমিশন যে কোন মূল্যে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণ যার পক্ষে রায় দেবেন তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কথা তুলে ধরে নাসিম বলেনম, ‘জনগণের রায় মেনে নেয়ার অভিপ্রায় আওয়ামী লীগের আছে।’

দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ এগো-প্রসেসর্স এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক ইউছুফ হারুন ভূঁইয়া, সংগঠনের মহাসচিব হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২২এপ্রিল/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :