সোনাদীঘি রক্ষাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সোনাদীঘি রক্ষাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর মনিচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মো. শামসুদ্দিন এতে সভাপতিত্বে

এতে বক্তব্য দেন, রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, সাংস্কৃতিক কর্মী মিনহাজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঐতিহ্যবাহী সোনাদীঘির দখলমুক্ত ও ভুবনমোহন পার্ক সংস্কারসহ ১০ দফা দাবি তুলে ধরেন। এসব দাবি আদায়ে তারা এক মাসের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ে দাবি আদায় না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :