বরিশালে লঞ্চ চলাচলে সতর্কতা

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ১৮:২১

বরিশালে ঝড়ো আবহাওয়ার কারণে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অন্য লঞ্চ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে বিআইডব্লিউটিএ।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঝড়ো আবহাওয়া এবং বৃষ্টি থাকায় ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া যেসব লঞ্চ নদীতে চলাচলরত ছিল সেসব লঞ্চগুলোকে নিকটস্থ কোনো স্থানে সাময়িক সময়ের জন্য অবস্থান নিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিশেষ সতর্কতাও অবলম্বন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ’র এ কর্মকর্তা।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যাবেক্ষক মো. ইউসুফ হোসেন জানিয়েছেন, সকাল পর্যন্ত বরিশালে ৭৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে ঘনমেঘমালা সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। তবে এ মেঘমালা কেটে গেলেই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।

শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে হাটু সমান পানি জমেছে। অনেক নিচু এলাকায়ও একই অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :