‘বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের’ যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ২০:৪৫

‘স্ট্রোক-আক্রান্ত’ রোগীর হাসপাতাল থেকে জরুরি চিকিৎসা গ্রহণের পর পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব বিবেচনায় গড়ে উঠেছে ‘বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

শনিবার থেকে শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের যাত্রা। এই প্রতিষ্ঠানে বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও পুনর্বাসন সেবা যাতে নিশ্চিত হয়, সেজন্যে ফাউন্ডেশনের উত্তরাস্থ প্রধান কার্যালয়ে (২৩ লেক ড্রাইভ রোড, সেক্টর-৭) আজ এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডেপুটি স্পিকার বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ‘স্ট্রোক- চিকিৎসা’ পরবর্তী পুনর্বাসনের জন্য বিনামূল্যে সেবা প্রদান করবে এ ফাউন্ডেশন।

স্ট্রোক প্রতিরোধে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার উদ্দেশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে, বাংলাদশে স্ট্রোক আক্রান্তের হার কমিয়ে আনা, সব শ্রেণির মানুষের জন্য উন্নত জরুরি চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করা এবং স্ট্রোকের কারণে শারীরিক প্রতিবন্ধীমুক্ত বাংলাদশে গড়া।

ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের সেবা কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে ক্যাম্পেইন চালাতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, এটি হবে সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমুখী সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে আর্থিকভাবে লাভবান হতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে পরিচালনা পর্ষদের প্রতি তিনি নির্দেশ দেন ।

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও নিউরো মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. রাশিমুল হক রিমন, উপদেষ্টা ইস্ট ওয়স্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. ফেরদৌস রাব্বী, বিশিষ্ট ব্যবসায়ী জুলকার শাহীন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :