মির্জাপুরে চোরাই কাঠসহ ট্রাক আটক

মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ২১:৩২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে চোরাই গজারী কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগের লোকজন।

শনিবার বিকেলে উপজেলার বাশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় এই কাঠ আটক করা হয়। এ সময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায় বলে বন বিভাগের লোকজন জানিয়েছেন।

জানা গেছে, সখিপুর থেকে আসা সরকারি বনবিভাগ থেকে চোরাইকৃত মুল্যবান গজারী কাঠ ট্রাক বোঝাই করে পাচারের চেষ্টা চালায় পাচারকারীরা। গোপন সংবাদে ভিত্তিতে টাঙ্গাইল বন বিভাগের বাশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে গোড়াই- সখিপুর সড়কের তালতলা চেকপোস্ট বসায়। কিন্তু পাচারকারীরা খবর পেয়ে ট্রাক নিয়ে পেকুয়ার রাস্তা হয়ে অভিরামপুরের দিকে পালানো চেষ্টা করে । পরে বন বিভাগের লোকজন ট্রাকটির পেছনে ধাওয়া দিলে চোরের দল অভিরামপুরে ট্রাক বোঝাই কাঠ রেখে পালিয়ে যায়।

টাঙ্গাইল বনবিভাগের বাশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, আটক কাঠের আনুমানিক মূল্য দুই লাখ টাকা হবে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা