পটুয়াখালীতে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৭, ২১:৫৯
অ- অ+

পটুয়াখালী শহরের পাওয়ার হাউজ সড়কের কিওর মেডিকেল সার্ভিসেস ক্লিনিক থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম গণেশ চন্দ্র শীল নাম।

শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লতিফা জান্নাতী এ জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত গণেশ পটুয়াখালী জেলা বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার মৃত হরলাল শীলের ছেলে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার মো. সুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিওর মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে অভিযান চালিয়ে গণেশ চন্দ্র শীল নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি লতিফা জান্নাতী তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা