বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ০০:০১
অ- অ+

বাহারাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম কাজী সোহেল (২৮)।

শনিবার রাতে বাহারাইনের স্থানীয় হাসপাতালে সোহেলের মৃত্যু হয়।

সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার মিজিয়াপাড়া গ্রামের কাজী দুলালের ছেলে।এর আগে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহেল।

সোহেলের চাচা কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী সেলিম ঢাকাটাইমসকে জানান, ধার-দেনা করে সাড়ে তিন বছর আগে সোহেল বাহারাইন যায়। সেখানে সোহেল একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতো। শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে মালামাল নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সিগনাল পোস্টে ধাক্কা লাগে। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।

সোহেলের লাশ দেশে আনতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন। সোহেলের মৃত্যুর খবর দেশে এসে পৌঁছলে স্বজনরা শোকাতুর হয়ে পড়েনে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা