কলেজ ছাত্রের মৃত্যু: রাঙামাটিতে চলছে অবরোধ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১১:২৯ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১১:২৬

নানিয়াচর সরকারি কলেজ ছাত্র রমেল চাকমার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। পাহাড়ি ছাত্র পরিষদসহ দুটি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে।

অবরোধের কারণে রাঙামাটি থেকে কোন বাস অন্যত্র ছেড়ে যায়নি। জেলার বাইরে থেকে কোন যান রাঙামাটিতে ঢুকতে পারেনি। জেলার সাথে উপজেলার নৌ যান চলাচলও বন্ধ রয়েছে।

রবিবার ভোরে কাউখালী ঘাগড়ায় একটি ট্রাক ভাংচুর করে পিকেটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার নানিয়াচর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

উল্লেখ্য গত ৫ এপ্রিল রাঙামাটির নানিয়াচর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল মারা যান।

এর প্রতিবাদে আজ রবিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ, মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘট এবং ২৬ এপ্রিল নানিয়াচর সদর বাজার বয়কটের কর্মসূচি দেয় পাহাড়ি ছাত্র পরিষদ।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :