উত্তরপ্রদেশে দুই হাজার মসজিদ-মাদ্রাসা বিশেষ নজরদারিতে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১২:৪৯ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১২:১৪

সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তরপ্রদেশ এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)। তার সঙ্গে আরও পাঁচ ছাত্রকেও আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনা এটি।

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে জানা যায়, ইমাম এবং ওই পাঁচ ছাত্রের কাছ থেকে পাওয়া নথিতে তাদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তারা দিল্লি ও উত্তরপ্রদেশে নাশকতার ছক কষেছিল এবং এর জন্য ধৃত ইমাম ওই পাঁচ ছাত্রকে প্রশিক্ষণ দিচ্ছিলেন।

বিজনৌরের পুলিশ সুপার অজয় সাহনি জানান, ওই ছাত্রদের বাড়িতে খবর দেওয়া হয়েছিল। তাদের বাবা-মার সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেয়া হয়েছে। আগামী ছয় মাস নজরদারিতে রাখা হবে ওই পাঁচ ছাত্রকে। পাশাপাশি, পাঁচ ছাত্রের বাবা-মাকেও বিষয়টি জানিয়ে সন্তানের কাজকর্মের উপরে নজর রাখতে বলা হয়েছে।

এছাড়াও পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনই উত্তরপ্রদেশের মাদ্রাসার ছাত্র। সেই মাদ্রাসাতেও এমন কোনও কাজকর্ম হয় কি না তা নিশ্চিত হতে বিজনৌর এবং তার আশপাশের ৫০০ মাদ্রাসা এবং দেড় হাজার মসজিদের উপরে নজর রাখছে পুলিশ।

জঙ্গিরা ভারতে নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্য কিছুদিন থেকে শোনা যাচ্ছিল। এর পরেই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, পাঞ্জাব পুলিশের সঙ্গে রাজ্য জুড়ে যৌথ তল্লাশি অভিযান শুরু করে উত্তরপ্রদেশ এটিএস। প্রাথমিক পর্যায়ে মুম্বাই, জলন্ধর, বিহারের নারকাটিয়াগঞ্জ, বিজনৌর এবং উত্তরপ্রদেশের মুজফফরনগরে এই অভিযান শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :