পতাকা বৈঠকের পরও বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:০৫

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পরও আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। রবিবার বুড়িমারী জিরোপয়েন্টে ৬১ বিএসএফের চ্যাংড়াবান্দা কোম্পানি কমান্ডেন্ট কারদিল সিং ও লালমনিরহাট-১৫ বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকান এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।

শনিবার ভোরে বাংলাদেশি রাখাল আ. রহিমকে আটক করা হয়। তার বাড়ি বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট এলাকায়।

এলাকাবাসী জানায়, শনিবার মধ্যরাতে বাংলাদেশি কিছুসংখ্যক রাখাল ভারতের চ্যাংড়াবান্দা সীমান্তে গরু আনার জন্য যায়। গরু নিয়ে ফেরার সময় প্রধানবাড়ী ধরলা নদী এলাকায় বিএসএফ তাদের ঘেরাও করে। এ সময় সবাই পালিয়ে যেতে সক্ষম হলে আব্দুর রহিমকে আটক করে বিএসএফ।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানোর পর রবিবার বেলা সাড়ে ১১টায় বুড়িমারী জিরোপয়েন্টে পতাকা বৈঠক হয়।

এ সময় আব্দুর রহিম নামে একজনকে আটকের কথা স্বীকার করলেও তাকে ফেরত দিতে রাজি হয়নি বিএসএফ।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :