ঢাকা ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ডের যাত্রা শুরু

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৩১

গ্রাহকদের কার্ড সেবায় সর্বোচ্চ সুবিধা দিতে মাস্টারকার্ড এবং ঢাকা ব্যাংক লিমিটেড যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের কার্ড ইস্যুর ক্ষেত্রে প্রিন্সিপাল মেম্বারের ভূমিকায় থাকবে ঢাকা ব্যাংক।

সম্প্রতি রাজধানীতে ঢাকা ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ প্রিন্সিপাল মেম্বারশীপ লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এমরানুল হক, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান শাফকাত হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর গীতাঙ্ক ডি. দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘মাস্টারকার্ডের কার্ড সেবা প্রদানে প্রিন্সিপাল মেম্বার হতে পারাটা ঢাকা ব্যাংকের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপের সুবাদে আমাদের গ্রাহকদের উচ্চ মানের পণ্য ও সেবা সরবরাহে সক্ষম হব এবং তাঁদের কার্ড ব্যবহারে সর্বোচ্চ সুবিধা লাভের সুযোগ করে দিতে পারব।’

অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ প্রসঙ্গে বলেন, ‘ঢাকা ব্যাংক লিমিটেডের সাথে এই পার্টনারশিপের ফলে মাস্টারকার্ডের কার্ড সেবার সার্বিক বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টা আরো জোরদার হলো। এভাবে আমাদের কার্ড পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে আমরা অনেক দূর এগিয়ে যাবো বলে বিশ্বাস করি।’

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :