জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নোমানের পুনঃনিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে সম্প্রতি যোগদান করেছেন অধ্যাপক নোমান উর রশীদ।
এর আগে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ অধ্যাপক নোমান উর রশীদকে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালটির ট্রেজারার পদে নিয়োগ দেন।
ইতোপূর্বে তিনি ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিযুক্ত হন। এরপর দুই মেয়াদে মহাপরিচালক পদে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে পুনঃ নিয়োগের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করে মান-সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)
মন্তব্য করুন