পটুয়াখালীতে মুগডাল মেলা

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৯
অ- অ+

ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পারস্পারিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে মুগডাল মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.কে.এম. শামিমূল হক সিদ্দিকী।

এ সময় অর্থ ব্যবস্থাপনা, বাজার সংযোগ এবং মুগডাল বিপণন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা গঠনমূলক বক্তব্য রাখেন।

তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের নিয়ে গঠিত এসএমই ক্লাবের ব্যবসায় ব্যবস্থাপনা, টেকসই বিপণন ও মূল্য সংযোজন কৌশলের মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসা প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মুগডাল শষ্যের উৎপাদন ও বিপণনের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান ও চাষিরা মেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।বাংল দেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআডি), এসএমই ক্লাব, পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম প্রকল্পের যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা