অস্ট্রেলিয়ায় পরমাণু হামলার হুমকি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:১৩

অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে যুক্তরাষ্ট্রের দেখানো পথ অনুসরণ’ করা অব্যাহত রাখলে দেশটির ওপর পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা ও শ্বাসরুদ্ধ করে ফেলার মার্কিন প্রচেষ্টাকে অনুসরণ করা অব্যাহত রাখে এবং ‘মার্কিন প্রভুর গোলাম’ থেকে যায় তাহলে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে দেশটি উত্তর কোরিয়ার পরমাণু হামলার আওতায় চলে আসবে।’

চলতি সপ্তাহের গোড়ার দিকে জুলি বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়া ‘পরমাণু অস্ত্র সক্ষমতা’ অর্জনের পথে রয়েছে এবং দেশটি এ অঞ্চলের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই উত্তর কোরিয়ার গতিবিধি আটকে দেয়া।

বিশপের এ বক্তব্য ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এসব বক্তব্যকে ‘আবর্জনার স্তুপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে এবং উৎসাহের সঙ্গে মার্কিন পদাঙ্ক অনুসরণ করছে।’

তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তোষামোদী করার আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল নিজের লাগামহীন বক্তব্য দেয়ার পরিণতি সম্পর্কে দ্বিতীয়বার ভাবা।’

এদিকে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি পিয়ংইয়ং-এর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য আবারো চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

গাজা যুদ্ধের ২০০তম দিন: ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? 

এই বিভাগের সব খবর

শিরোনাম :