খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সে.মি. ওপর

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৭, ১৭:২১

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে রবিবার সকালে নদীর পানি বৃদ্ধি পায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে। রবিবার সকাল ১১টায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১টায় পানি বেড়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

এতে করে বন্যা প্রতিরক্ষা বাঁধগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাওহিদুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে প্রচুর বৃষ্টিপাত হয়। এ কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খোয়াই তীর পরবর্তী বাসিন্দাদের সর্তক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিরক্ষা বাঁধগুলোতে পাহারাদারসহ আমাদের লোকজন রয়েছেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)