ব্যাটিংয়ে কলকাতা, আবারও একাদশের বাইরে সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ২১:২১

সাকিব আল হাসানকে আবারও একাদশের বাইরে রাখলো কলকাতা নাইট রাইডার্স। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছে দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে আজ ম্যাচটি শুরু হতে দেরি হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে কলকাতা।

টানা পাঁচ ম্যাচ সাকিবকে একাদশে রাখার পর গত ম্যাচে সাকিব নিয়ে খেলতে নেমেছিল কলকাতা। গুজরাট লায়ন্সের বিপক্ষে ওই ম্যাচটিতে তিন ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। আর ব্যাটিংয়ে তিনি এক বল খেলার সুযোগ পেয়েছিলেন। এক বল খেলে এক রান করে অপরাজিত ছিলেন তিনি।

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে থাকা চার বিদেশি খেলোয়াড় হচ্ছেন সুনিল নারিন, নাথান কুল্টার-নাইল, ক্রিস ওয়েকস ও কলিন ডি গ্র্যান্ডহোম।

এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছয়টি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: সুনিল নারিন, গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, সূর্য্যকুমার যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওয়েকস, নাথান কুল্টার-নাইল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কেদার যাদব (উইকেটরক্ষক), স্যামুয়েল বাদরি, মন্দ্বীপ সিং, স্টুয়ার্ট বিনি, পাওয়ান নেগি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, যুজবেন্দ্র চাহাল।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :