রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে মোমবাতি প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ২১:২৯

সাভারের বহুল আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর উপলক্ষে সেখানে কয়েক শ মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

মোমবাতি প্রজ্বালনের সময় ডা. এনামুর রহমান রানা প্লাজা ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার এ ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিচার করছে। রানা প্লাজার নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।

মোমবাতি প্রজ¦ালন কর্মসূচিতে শ্রমিক নেত্রী নাজমা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে রানা প্লাজা ধসের চার বছর উপলক্ষে আগামীকাল সোমবার সকালে রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠন।

২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে রানা প্লাজা। এ ঘটনায় এক হাজার ১৩৬ জন নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার শ্রমিককে, যাদের অধিকাংশ নানা মাত্রায় আহত হন। অনেকে চিরতরে পঙ্গু হয়ে যান।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :