মসজিদে আকসা পরিদর্শনের দাওয়াত পেলেন হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২২:৪৩ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ২২:৪১

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে ফিলিস্তিনের মসজিদে আকসা পরিদর্শনের দাওয়াত করা হয়েছে দেশটির পক্ষ থেকে।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এই দাওয়াত পৌঁছে দেন।

রবিবার দারুল উলূম হাটহাজারী মহাপরিচালকের কার্যালয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূত ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ সিদ্দিকী আল-হাইয়াস এর পক্ষ থেকে পাঠানো পবিত্র মসজিদুল আকসা পরিদর্শনের জন্য বিশেষ একটি আমন্ত্রণপত্র ও কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন।

হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ জানান, ফিলিস্তিনি রাষ্ট্রদূত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বেশ কিছুক্ষণ হেফাজত আমিরের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হেফাজত আমিরের দোয়াও নেন।

মসজিদে আকসা পরিদর্শনের দাওয়াত এবং উপহার সামগ্রী পাঠানোয় ফিলিস্তিনের প্রধান বিচারপতির প্রতি শোকরিয়া জানান হেফাজত আমির।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :