ছিনতাই: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২৩:৫৬ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ২৩:৫৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকালে তাকে আটকের পর রাতে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ আলী ঢাকাটাইমসকে জানান, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান মিলনের মোটরসাইকেল চুরি হয়ে যায়। এরপর তিনি একটি অভিযোগ করলে নগরীর আশরত পুর এলাকা থেকে ইমরানকে রবিবার সকালে আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি দায় স্বীকার করেন। পরে কোতয়ালি থানায় একটি মামলা হলে তাকে ছিনতাইয়ের অভিযোগে রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :