এত বৃষ্টি যে কারণে

এম গোলাম মোস্তফা, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৯ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১২:৩৭

চৈত্রের গরম থেকে মুক্তি দেয়া বৃষ্টি ঝরছে বৈশাখেও। বছরের শুরুতেই যেন আষাঢ়ের আবহাওয়া। ডুবে যাচ্ছে পথঘাট, দেখা দিচ্ছে বন্যা, ফসলহানি। বৈশাখের শুরুতে কালবৈশাখীর বদলে দেখা যাচ্ছে টানা বর্ষণ।

কেন এমন হচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন প্রশান্ত মহাসাগরে উপরিভাগের পানির তাপমাত্রার পর্যায়ক্রমিক পরিবর্তন ‘এল নিনো’ শেষে আরেক চাপ ও ‘লা লিনা’র অবস্থান কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। ফলে পুবালী প্রবাহ শক্তিশালী হওয়ায় পশ্চিমা লঘুচাপের সঙ্গে মিলিত হয়ে প্রচুর জলীয়বাষ্প সৃষ্টি হচ্ছে। এর ফলে অতি বর্ষণ হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেছেন, আবহাওয়ার এই আচরণের কারণ হচ্ছে, ‘এল নিনো’ এবং ‘লা নিনো’র ভেতরে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। ফলে ভারত মহাসাগর এবং অন্যান এলাকায় ওয়ার্ম আপ হয়ে গেছে। এর ফলে পূবালী প্রবাহটা শক্তিশালী হয়ে পড়ছে।’

আব্দুল মান্নান বলেন, ‘এল নিনোর প্রবাহ গত বছর জুন-জুলাইতে শেষ হয়ে গেছে। এখনও এটা কোনটাই হয় নাই, লা নিনার প্রবাহ আসে নাই, মাঝামাঝি অবস্থা চলছে। এর ফলে আমাদের এ অঞ্চলে অস্বাভাবিক আচরণের সম্ভাবনা রয়েছে। সুতরাং সাগরের একটা পাটিকুলার অংশে স্থির না থেকে বরং এটা চার দিকে ছড়িয়ে পড়ছে।’

মান্নান বলেন, ‘এনার্জিটা চারদিকে ছড়িয়ে পড়ার ফলে আমাদের ভারত মহাসগরসহ অন্যান্য যেসব এলকায় পূবালী প্রবাহ যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছে। পুবালী প্রবাহ শক্তিশালী হওয়ার কারণে এটা পশ্চিমা লঘুচাপের মিলিত হওয়ার সময় প্রচুর জলীয়বাষ্প সৃষ্টি করে। এই অতিরিক্ত জলীয়বাষ্প অতিরিক্ত মেঘ এবং বজ্রপাতের সৃষ্টি হয়ে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটাচ্ছে।’

তবে এই অবস্থা আগামীকাল থেকে উন্নতি হতে শুরু করবে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত দেখছি, তাতে আগামী ২৬ তারিখ থেকে আবহাওয়া ইম্প্রুভের দিকে যাবে বলে আমি মনে করি।’

রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আজও মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বগোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। এর ফলে দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেটে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিক সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বভাসে বলা হয়েছে, ‘লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে রাজধানী ও তার আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ’

রাজধানীর বাতাসের একটানা গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :