১২ বছর কিশোর একাই পাড়ি দিল ১৩০০ কি.মি.

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৫:০১ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:১৫

অস্ট্রেলিয়ার ১২ বছরের এক কিশোর গাড়ি চালিয়ে একা একা ১৩০০ কিলোমিটার পাড়ি দেয়ার পর পুলিশের কাছে ধরা পড়েছে। নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে গাড়িটি থামায় পুলিশের টহল দল। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

পুলিশ বলছে, নিউ সাউথ ওয়েলসের কেন্ডাল থেকে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাবার চেষ্টা করছিল ঐ কিশোর। তাকে গ্রেপ্তার করে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয়।

কিশোরটির মা-বাবা পুলিশের কাছে আগেই জানিয়েছিল যে তাদের ছেলে নিখোঁজ। রবিবার তারা এসে ছেলেকে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা কিম ফেহন অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে বলেন, ‘সে তার বাসার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। তার মা-বাবা সে চলে যাবার পরপরই তাকে নিখোঁজ হিসেবে তাকে পুলিশের কাছে জানিয়েছিল। ছেলেকে খুঁজছিল তারা।’

একা এবং সবার দৃষ্টি এড়িয়ে কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকা পাড়ি দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :