বৃষ্টিতে খেলতে ভালোবাসেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৪:১১ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:৪৩
ফাইল ছবি

বৃষ্টি কার না ভালো লাগে। তবে কখনও কখনও অতিবৃষ্টি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বৃষ্টি নিয়ে কত কাব্য, কত কথা।

বিশেষ করে ছেলেবেলার বৃষ্টিস্নাত দিনগুলো সবার মনেই কম-বেশি আঁচড় কেটে আছে। শৈশবের তেমন এক স্মৃতি রোমন্থন করলেন টাইগার পেসার রুবেল হোসেন।

‘মাঠে বন্ধুদের নিয়ে প্রায়ই খেলতাম। বৃষ্টি নামলেই আমার ক্রিকেট খেলার ঝোঁক বেড়ে যেত। তবে বৃষ্টির দিনে মাঠে খেলতাম না, রাস্তার ওপর বল-ব্যাট নিয়ে নেমে পড়তাম।’

২০০৯ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার রুবেলের। দলের প্রয়োজনে ব্যাট হাতেও দেখা যায় তাঁকে।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভাল পারফরম্যান্স করে খুব প্রশংসিত হন রুবেল। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলে ১৩৪টি উইকেট শিকার করেছেন তিনি।

দ্রুতগতির বোলার হিসেবে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গার সঙ্গে রুবেলের তুলনা করেন অনেকেই। ২০০৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের পক্ষে অভিষেক হয় তার।

এরপর জাতীয় ক্রিকেট লীগে ভালো নৈপুণ্য দেখিয়ে যোগ দেন অনূর্ধ্ব-১৯ দলে। তার কিছু দিন পরেই গায়ে উঠে জাতীয় দলের জার্সি।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :