প্রয়াত চিত্রনায়ক রাজকুমারকে ডুডলের সম্মাননা

তাজরিন জাহান তারিন
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৮

কান্নাদা ভাষার সিনেমায় প্রথম সুপারস্টার রাজকুমার। আজ সোমবার তার ৮৮ তম জন্মদিন। দিনটিকে বিশেষভাবে স্মরণ করলো গুগলের ডুডল। এজন্য তারা বিশেষ ডুডল প্রকাশ করেছে। মরণোত্তর সম্মাননা জানানো হচ্ছে এই অভিনেতাকে।

ভারতের দক্ষিণের তারকা বিবেচনায় এই ঘটনা খুবই বিরল। রাজকুমার শুধু মাত্র নামে নয়, তিনি যোগ্যতা দিয়েই ভারতের সিনেমা জগতের রাজকুমার হয়েই ছিলেন।

রাজকুমার তার জীবনের চার দশক সময়ের ক্যারিয়ারে দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে শুধুমাত্র অভিনয় নয়, তার গানের জন্যও তিনি সকলের কাছে সমাদৃত হয়েছেন। তার সফল ক্যারিয়ারে তিনি তিনশরও বেশি গানে কন্ঠ দিয়েছেন। এই গুণটিও তাকে অন্য অভিনেতাদের থেকে অনেক উপরে নিয়ে গিয়েছিল। ১৯২৯ সালে তিনি জন্মগ্রহণ করার পর তার নাম রাখা হয়েছিলো আমবৃশ সিঙ্গানাল্লুরু পুত্তাসাম্ভ্যা মুথুরাজু। কিন্তু সিনেমায় অভিনয় এর জন্য তার নতুন নাম দেয়া হয়েছে ‘রাজকুমার’।

১৯৫৪ সালে ‘বেদারা কান্নাপ্পা’ তে মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় জীবনের সুচনা করেন। পাশাপাশি বিভিন্ন সিনেমার তেলেগু রিমেকেও কাজ করেছেন তিনি। বিভিন্ন ধাঁচের বিভিন্ন ভাষার এবং বিভিন্ন ধরণের চরিত্রে করেছিন এই কিংবদন্তী। ‘রানাধীরা কান্তীরাভা’, কাভিরত্ন কালিদাসা’, ‘যেদারা বালে’, ‘গৌরী’ ইত্যাদি তার অভিনয়ের উজ্জ্বল নিদর্শন।

১৯৮৩ সালে এই মহানায়ক ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মভূষণ’ এ ভূষিত হন। এছাড়া ১৯৯৫ সনে ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ সহ দেশি-বিদেশি অনেক পুরস্কার গ্রহণ করেন তিনি। রাজকুমারের দুই সন্তান শিভরাজকুমার এবং পুনীত রাজকুমারও কান্নাডা সিনেমার জনপ্রিয় অভিনেতা। ২০০৬-এর ১২ এপ্রিল বেঙ্গালুরুতে প্রয়াত হন তিনি।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/টিজেটি/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :